কার্পাসডাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল ও বিভিন্ন প্রতিষ্ঠানে পানির ফিল্টার বিতরণ
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল ও বিভিন্ন প্রতিষ্ঠানে পানির ফিল্টার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কার্পাসডাঙ্গা অক্সফোর্ড সোলার টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান বনি ইয়ামিনের সভাপতিত্বে জেলা পরিষদের সাবেক প্রশাসক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল এবং এলাকার মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পানির ফিল্টার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক, আওয়ামী লীগ নেতা শওকত আলী, অ্যাড. মো. আসাদুল্লাহ, সাংবাদিক আওয়াল হোসেন, আওয়ামী লীগ নেতা আশাদুল হক, ফয়সাল হোসেন, কার্পাসডাঙ্গা ফাঁড়ি ইনচার্জ ইব্রাহিম শেখ, সাংবাদিক রতন বিশ্বাস, মেহেদী হাসান মিলন, শিমুল রেজা, আব্দুর রহমান, মামুন, মোস্তাফিজুর, মামুন, সাজিদ, উপস্থাপিকা ঈশিতা পারভিন, আঞ্জুমান আরা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বনি ইয়ামিন।