মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারকালে দালালসহ আটক ৩০
মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ ৩০ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। গত বুধবার রাতে ৫৮ বিজিবি’র অধিনস্ত বাঘাডাঙ্গা ও মাটিলা বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকৃতদের মধ্যে ১৩জন পুরুষ, ১১জন নারী ও ৩জন শিশু রয়েছে। এছাড়া পারাপারে সহায়তাকারী দালাল মহেশপুর উপজেলার জলুলী গ্রামের মৃত আকবর আলীর ছেলে শাহজামাল (২৭), চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার দৌলতগঞ্জ গ্রামের মৃত আবু জাফরের ছেলে মিকাইফ তানভীর পবন (৩১) ও তেতুলিয়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মনিরুজ্জামান বাবুকে (৩৫) আটক করে। আটককৃতরা জানায়, তাদের বাড়ি বাগেরহাট, কুষ্টিয়া, নড়াইল, যশোর, লক্ষিপুর ও সিরাজগঞ্জ জেলায়।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।