স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আধা কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার কুলচারা মোড় থেকে তাদের আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকালই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত দুজন হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপালনগর গ্রামের মৃত হারু ম-লের ছেলে আব্দুস সাত্তার (৩৭) ও বোয়ালমারী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে তোতা মিয়া (৩৪)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার কুলচারা মোড়ে অভিযান চালান। এসময় একটি চায়ের দোকানের সামনে থেকে আটক করা হয় চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপালনগর গ্রামের মৃত হারু ম-লের ছেলে আব্দুস সাত্তার ও বোয়ালমারী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে তোতা মিয়াকে। তাদের দুজনের দেহ তল্লাশি করে সাত্তারের কাছ থেকে ৩শ’ গ্রাম ও তোতার কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গতকালই এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আজ সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।