চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজার কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
সভাপতি বজলুর সাধারণ সম্পাদক বখতিয়ার নির্বাচিত
ডিঙ্গেদহ প্রতিনিধি: শান্তিপূর্ণ ও বিরতিহীনভাবে সম্পন্ন হলো চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজার কমিটির ত্রিবার্ষিক নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে দুটি প্যানেলে ১৫জন করে ও ১টি স্বতন্ত্র পদের ৩১ জন অংশ গ্রহণ করেন। রাত ৯টার দিকে প্রিসাইটিং অফিসার আকবার আলি ভোটের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে বজলুর রহমান চেয়ার মার্কায় ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বশিরউদ্দিন ছাতা প্রতীকে পেয়েছেন ১৩৪ ভোট। সাধারণ সম্পাদক পদে বখতিয়ার হোসেন মোটরসাইকেল প্রতীকে ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশির উদ্দিন ইমরান ফুটবল মার্কায় পেয়েছেন ১১ ভোট। সহসভাপতি শহিদুল ইসলাম মোরগ মার্কায় ১৫৫ ভোট, রাশিদুল ইসলাম আনারস মার্কায় ১৫১ ভোট, ওসমান আলি হাতি মার্কায় ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান সবুজ মাছ মার্কায় ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হান্নান মিয়া পেয়েছেন ১৩৫ ভোট। কোষাধ্যক্ষ পদে হযরত আলি হারিকেন মার্কায় ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল ইসলাম রিকশা মার্কায় পেয়েছেন ১৩০ ভোট। দফতর সম্পাদক পদে আরিফ হোসেন ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বায়েজিদ রহমান জোয়ার্দ্দার পেয়েছেন ১৩০ ভোট। সাধারণ সদস্য পদে জিয়াউর রহমান মুকুল তালাচাবি মার্কায় ২১৭ ভোট, মাসুদ রানা পিন্টু চাকা মার্কায় ২১০ ভোট, আবু বকর সিদ্দিক গোলাপ ফুল মার্কায় ২০১ ভোট, রুহুল আমিন গরুর গাড়ি মার্কায় ১৮৩ ভোট, সোহেল আহাম্মেদ মোবাইল মার্কায় ১৪২ ভোট, ছানোয়ার হোসেন আম মার্কায় ১৩২ ভোট, সাইদুর রহমান খেজুর গাছ মার্কায় ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৩০২জন ভোটারের মধ্যে ২৯৬জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রিসাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সরোজগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবার আলি। সহকারী প্রিসাইটিং অফিসারের দায়িত্ব ছিলেন সহকারী শিক্ষক আব্দুল জলিল, হুমায়ুন কবীর, সাইফুল ইসরাম, সাইফুল আওয়াল। নির্বাচন পরিচালনা করেন ডিঙ্গেদহ বাজারের এডহক কমিটির আহবায়ক হাজি আনছার আলি মালিথা, শংকরচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়া, ব্যবসায়ী শাকের আলি প্রমুখ।