কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় সোহেল রানা (২০) ও মোটরসাইকেল দুর্ঘটনায় আরফান আহম্মেদ রাকিব (২৫) নামের দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮ টার দিকে বাবরা রেলগেটে ও বিকেলে শহরের গান্না সড়কে এ দুর্ঘটনা দুটি ঘটে। ট্রেনে নিহত কালীগঞ্জ উপজেলার খামারমুন্দিয়া গ্রামের আলীম হোসেনের ছেলে সোহেল রানা সরকারি মাহাতাব উদ্দিন কলেজের ইতিহাস বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র এবং সড়কে দুর্ঘটনায় নিহত শহরের থানাপাড়ার আবু বক্কার ম-লের পুত্র রাকিব যশোর আব্দুর রাজ্জাক কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে মাঠে সার ছিটাতে যাচ্ছিলেন সোহেল রানা। পথে বাবরা রেলগেট পার হবার সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস টেনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান সোহেল রানা। অপরদিকে বিকেল ৪টার দিকে মোটরসাইকেলযোগে গান্নার উদ্দেশ্যে যাচ্ছিলেন রাকিব। পথিমধ্যে ওই সড়কের কালীগঞ্জ কৃষি অফিসের সম্মুখে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে রাস্তার পাশের বিদুৎ পিলারের সাথে ধাক্কা লাগে রাকিবের। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার জামাল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ পরিবার নিয়ে গেছে। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান, সড়কে ও ট্রেনে দুর্ঘটনায় নিহত দু’জনের বিষয়টি নিশ্চিত করেছেন।