শিক্ষক-ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষে থেকে ফুলেল শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে চুয়াডাঙ্গার কৃতিসন্তান প্রফেসর ড. একেএম সাইফুর রশিদ পদায়ন পেয়েছেন। গত ২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকার উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ্র স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রফেসর ড. একেএম সাইফুর রশিদকে এ পদায়ন করা হয়। প্রফেসর ড. একেএম সাইফুর রশীদ চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ তথা ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। গতকাল বুধবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় তাকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, শিক্ষক পরিষদের সম্পাদক নজরুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুল আজিজ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খোন্দকার রোকনুজ্জামান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলামসহ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন। দায়িত্বভার গ্রহণ করার পর নতুন অধ্যক্ষ প্রফেসর ড. একেএম সাইফুর রশিদকে সরকারি কলেজের শিক্ষক পরিষদ, বিভিন্ন বিভাগ, চুয়াডাঙ্গা বিতর্ক চর্চা কেন্দ্র ও জেলা ছাত্রলীগের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অপরদিকে নতুন অধ্যক্ষ প্রফেসর ড. একেএম সাইফুর রশিদ দায়িত্ব গ্রহণের পর সন্ধ্যায় প্রভাষকদের সাথে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলনুকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় প্রফেসর ড. একেএম সাইফুর রশিদ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
চুয়াডাঙ্গা ঈদগাহপাড়ার সন্তান প্রফেসর ড. একেএম সাইফুর রশিদ চুয়াডাঙ্গা সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে নিযুক্ত ছিলেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা মৃত. আবুল বাসারের পুত্র প্রফেসর ড. একেএম সাইফুর রশিদ আলমডাঙ্গা স্কুল থেকে ১৯৮৪ সালে এসএসসি, আলমডাঙ্গা কলেজ থেকে ১৯৮৬ সালে এইচএসসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে অনার্স এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে কৃতিত্বের সাথে মার্স্টাস করে প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শেষ করেন। ১৯৯৩ সালে ১৪তম বিসিএসে (সাধারণ শিক্ষা) ক্যাডার হিসেবে পদায়ন পেয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজে অর্থনীতি বিভাগে যোগদানের মধ্যদিয়ে সরকারি কলেজের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৪ সালে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দী কলেজ, গাইবান্ধা সরকারি কলেজ, শ্রীমঙ্গল সরকারি কলেজ, কোটচাঁদপুর সরকারি কলেজ, ঝিনাইদহ সরকারি কে.সি কলেজ ও ঢাকা কলেজসহ বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন।
এদিকে, চুয়াডাঙ্গা সরকারি কলেজের নবাগত অধ্যাক্ষ স্যার প্রফেসর ড. একেএম সাইফুর রশিদকে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নেতৃত্বে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাবুল হোসেন, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহসম্পাদক বাপ্পী, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, জেলা ছাত্রলীগ নেতা অয়ন জোয়ার্দ্দার, বরকত হাসান জোয়ার্দ্দার, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, ছাত্রপরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, বর্তমান সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিক, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান টোকন, আল মোমিন, আলিফ নূর প্রমুখ।