আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় দুই মাদকসেবীর ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. হুমায়ন কবীর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর দাসপাড়ার মৃত ভেরম ম-লের ছেলে আনোয়ার হোসেন ও একই পাড়ার রেজাউল হোসেনের ছেলে রুবেল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। গতকাল বিকেলে আলমডাঙ্গা থানার এসআই সুফল কুমার বিশ^াস গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনকালে দুজনকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটকের পর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহা. হুমায়ন কবীরকে সংবাদ অবগত করেন। পরে সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গা মোনাকষা স্বপ্নের জগৎ শিশু পার্ক থেকে মেছো বাঘ উদ্ধার
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ