স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় কোম্পানির ডিলারকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে কার্পাসডাঙ্গা-কোমরপুর ব্রিজের ওপর কার্পাসডাঙ্গা গ্রামের সামসুল বিশ্বাসের ছেলে গ্লোব এগ্রোভেট কোম্পানির ডিলার আব্দুল কাদেরকে (২৮) একা পেয়ে কোমরপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। মাথায় আঘাতের কারণে আব্দুল কাদের রক্তাক্ত জখম হয়ে রাস্তার ওপর লুটে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। মারপিটের কারণে মাথায় প্রায় ৩০টি সেলাই হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে আব্দুল কাদেরের বাবা সামসুল বিশ্বাস অভিযোগ করে বলেন, আমার ছেলে কোম্পানির কাজে মোটরসাইকেলযোগে দামুড়হুদার দিকে রওনা হয়ে কোমরপুর ব্রিজের নিকট পৌঁছুলে তাকে থামিয়ে জহিরুল লোহার হাতল দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করে। বিষয়টি নিয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ