কোটচাঁদপুর পৌর নির্বাচনে দুই মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

 

ঝিনাইদহ প্রতিনিধি: তৃতীয় ধাপে অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর নির্বাচনে কাক্সিক্ষত ভোট না পাওয়ায় ২ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। গত শনিবার কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী (মোবাইল প্রতীক) সহিদুজ্জামান সেলিম ৮ হাজার ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দীন বুলবুল সিডল (ধানের শীষ) প্রতীক পেয়েছেন ৭ হাজার ১২৮ ভোট। অন্যদিকে আ.লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. শাহাজান আলী পেয়েছেন ২ হাজার ৩৮ ভোট। অপরদিকে বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম জিরে পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট। নির্বাচন আইন অনুযায়ী জামানত ফিরে পেতে মোট ভোটের প্রদত্ত ৮ ভাগের এক ভাগ পেতে হয়। ৩০ জানুয়ারি অনুষ্ঠিত কোটচাঁদপুর পৌর নির্বাচনে ৯টি ওয়ার্ডে ২৭ হাজার ৪৯৩ জন ভোটারের মধ্যে ১৯ হাজার ৮ ৯৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বাতিল হয়েছে ৩০১ ভোট। সেই হিসাবে ২ প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহিদুজ্জামান সেলিম এবং সালাহউদ্দীন বুলবুল সিডল অভয় পেয়েছেন ১৫ হাজার ৪৭০ ভোট। অপরদিকে আ.লীগের দলীয় মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো. শাহাজান আলী এবং বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম জিরে অভয় পেয়েছেন ৪ হাজার ১২৭ ভোট। যা মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের কম। সেই হিসাবে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৭২.৩৭ শতাংশ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More