মেহেরপুরে আরও একজন করোনা রোগী শনাক্ত
মেহেরপুর অফিস: মেহেরপুরে আরও একজন করোনা রোগী চিহ্নিত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর সংখ্যা পাঁচজন। নতুন আক্রান্ত একজন মেহেরপুর গাংনী উপজেলার বাসিন্দা। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিসসূত্রে আরও জানা যায়, ল্যাবে পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন পাঁচজনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে একজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৫ হাজার ৫২৫ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৭৮২ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৬৮৩ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৩৭৪ জন, গাংনী উপজেলায় ২২৬ জন এবং মুজিবনগর উপজেলায় ৮৩ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৯ জন। বাকি চিকিৎসাধীন পাঁচজনের মধ্যে সদরে দুজন ও গাংনীতে একজন এবং মুজিবনগরে দুজন রয়েছেন। মারা যাওয়া ১৯ জনের মধ্যে সদর উপজেলার ১১ জন, গাংনী উপজেলার ৬ জন এবং মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৬১ জন। এদের মধ্যে সদর উপজেলার ৪৬ জন, গাংনী উপজেলার ১৩ জন ও মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন।