হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত খেলায় জীবননগর খেলোয়াড় কল্যাণ সমিতি একাদশকে হারিয়ে ঝিনাইদহের বিষয়খালী একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় জীবননগর খেলোয়ার কল্যাণ সমিতিকে ২-১ গোলে পরাজিত করে ঝিনাইদহ বিষয়খালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে উভয়দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। হাসাদাহ ইউনিয়ন যুবলীগের সভপতি জুম্মত আলীর সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোতুর্জা। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম ঈশা, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান রবিউল ইমলাম বিশ^াস, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শফিকুল আলম নান্নু, হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, মনোহারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রিপন, কোষাধ্যক্ষ বদরুজ্জামান শ্যামল, প্রচার ও দফতর সম্পাদক আল আমিন, হাসাদাহ ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শুকুর আলী ম-ল, হাসাদাহ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মিন্টু মিয়া প্রমুখ। খেলা পরিচালনা করেন সোহেল রানা। সহকারী হিসেবে ছিলেন ইসমাইল হোসেন ও হাবিবুর রহমান।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ