কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীকুন্ডু গ্রামে মঙ্গলবার পাঁচ বছরের এক শিশু কন্যা প্রতিবেশী মাসুদ রানা (২০) নামে যুবক কর্তৃক যৌন নির্যাতনের শিকার হয়েছে। মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে মেয়েটি খেলা করছিলো। এ সময় প্রতিবেশী চাচা সম্পর্কের রফিকুল মেয়েটিকে ফুসলিয়ে বাই সাইকেলে তুলে তার সেচ পাম্পে নিয়ে যায়। সেখানে তার ওপর যৌন নির্যাতন চালান। রাতে মেয়েটি তার মাকে বিকেলের ঘটনা খুলে বলে। ঘটনা জানাজানি হলে যুবক মাসুদ রানা গা ঢাকা দেন। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে গ্রামের রফিকুল ইসলামের পুত্র মাসুদ রানাকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, যৌন নির্যাতনের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া, আরও পড়ুনঃ