কোটচাঁদপুর প্রতিনিধি: বুদো হত্যা মামলার আসামি রেজাকে গ্রেফতার করেছেন কোটচাঁদপুর থানা পুলিশ। রোববার কোটচাঁদপুরের সাইনবোর্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
গত বছরের ১৯ নভেম্বর প্রতিপক্ষের লাথির আঘাতে মারা যায় বদরুদ্দিন (বুদো)। ওই ঘটনায় ৫ জনের নামে থানায় মামলা করেন মৃতের ছেলে মনিরুল ইসলাম। এরপর থেকে এলাকা ছাড়েন আসামিরা। পুলিশ অনেকবার অভিযান চালিয়ে তাদের ধরতে ব্যর্থ হয়। এরই মধ্যে গোপন সংবাদ পেয়ে রোববার কোটচাঁদপুর থানা পুলিশ অভিযান চালায় স্থানীয় সাইনবোর্ড এলাকায়। এ সময় তাদের হাতে ধরা পড়েন বুদো হত্যা মামলার ২ নম্বর আসামি রেজাউল ইসলাম রেজা। রেজা কোটচাঁদপুরের বলুহর গ্রামের শওকত আলী ছেলে। এদিকে পুলিশ ওই মামলার একজনকে আটক করতে পারলেও বাকিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, বুদো হত্যা মামলার একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।