মেহেরপুর অফিস: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে স্মারক কাব্যগ্রন্থ ঠিকানার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শনিবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মারক কাব্যগ্রন্থ ঠিকানার মোড়ক উম্মোচন করা করা হয়। মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদের সভাপতিত্বে স্মারক কাব্যগ্রন্থ ঠিকানার মোড়ক উম্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. এসএম ইব্রাহীম শাহীন, পিপি পল¬ব ভট্টাচার্য, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নূর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ