জীবননগর ব্যুরো: জীবননগরে ভারতীয় ফেনসিডিলসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিলসহ তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের গাজীপাড়ার সিরাজুল গাজীর ছেলে আব্দুল গাজী (৩০) এবং একই পাড়ার আব্দুল মালেকের ছেলে শামীম হোসেন (৩৫)।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) টাইফুজ্জামান সঙ্গীয় পুলিশ সদস্যদেরকে নিয়ে বৃহস্পতিবার দিনগত রাতে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মুদি দোকানের সামনে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী আব্দুল গাজী ও শামীম হোসেনকে গ্রেফতার করা হয় এবং তাদের দখলে থাকা দু’টি প্লাস্টিক ব্যাগে ৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।