হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার রায়পুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে জায়গা অবৈধভাবে তার দিয়ে ঘিরে দখল করার অভিযোগ উঠেছে মিন্টু হোসেন নামে একজনের দোকনদারের বিরুদ্ধে। স্কুলের এই জায়গা দিয়ে জরুরি প্রয়োজনে অনেকে যাতায়াত করা হয়ে থাকে। গতকাল সোমবার সকালের দিকে তার দিয়ে ঘিরে নেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, মিন্টু অবৈধভাবে জায়গা ঘিরে নেয়াতে চরম অসন্তোষ বিরাজ করছে। তারা অভিযুক্ত মিন্টুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। এ ব্যাপারে অভিযুক্ত মিন্টু বলেন, স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন নাহার আমাকে দুটি ঘর ও পেছনের জায়গা বরাদ্দ দেন। সেই হিসেবে আমার ঘরের পেছানোর জায়গা আমার। আমি এই জায়গা আমার কাজে ব্যবহার করার জন্য তারের নেট দিয়ে ঘিরে রেখেছি। এ ব্যাপারে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্কুলের জায়গা দখল করা হয়েছে এ রকম কোনো অভিযোগ আমি পাইনি।
পূর্ববর্তী পোস্ট
একান্ত আলাপচারিতায় জীবননগর পৌর মেয়র আ.লীগ নেতা জাহাঙ্গীর আলম
এছাড়া, আরও পড়ুনঃ