চুয়াডাঙ্গায় করোনা পরীক্ষার জন্য আরও ১৭ জনের নমুনা সংগ্রহ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় করোনা পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হয়েছে। শুক্রবার যেহেতু একজনেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়নি, সেহেতু শনিবার রিপোর্টও পাওয়া যায়নি। তবে গতকাল আরও ২ জন সুস্থ হয়ে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। এর মধ্যে ৩ জন হাসপাতালে ও ১১ জন বাড়িতে আইসোলেশনে রয়েছেন। অপর দুজনকে রেফার্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা স্বাস্থ্যবিভাগ গতকাল শনিবার নতুন ১৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করেছে। এ নিয়ে মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬শ ৫ জন। এ পর্যন্ত চুয়াডাঙ্গায় মারা গেছেন ৪৫ জন।