জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন পদোন্নতি লাভ করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় পদোন্নতি দিয়ে তাকে স্বাস্থ্য অধিদফতরের অ্যাসিসটেন্ট ডাইরেক্টর (স্কুল হেল্থ) পদে নিয়োগ দিয়েছেন। অচিরেই তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।
জীবননগর বসুতিপাড়ার বাসিন্দা ডা. জুলিয়েট পারউইন ২০১৯ সালে পদোন্নতি লাভ করে জীবননগর হাসপাতালে ইউএইচএফপিও পদে যোগদান করেন। দক্ষতার সাথে হাসপাতাল পরিচালনাসহ তিনি হাসপাতালের ব্যাপক উন্নয়ন সাধন করেন। পদোন্নতি লাভ করায় তাকে বদলি করা হলো। ডা. জুলিয়েট পারউইনের স্বামী কনসালটেন্ট (সার্জারী) ডা. রফিকুল ইসলাম সহকারী অধ্যাপক হিসেবে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন। ৩ কন্যা সন্তানের জননী ডা. জুলিয়েট পারউইন নতুন কর্মস্থলে দক্ষতার সাথে যাতে দায়িত্ব পালন করতে পারেন সে জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ