স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হিজলগাড়ি ক্যাম্প পুলিশ হিজলগাড়ি মাঝেরপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদককারবারী তরিকুল ইসলামকে ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তরিকুলের বিরুদ্ধে মামলাদায়ের পূর্বক মালামালসহ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন হিজলগাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই তাপস সরকার ও এএসআই ছবেদ আলী বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান হিজলগাড়ি গ্রামের মাঝেরপাড়ায়। এসময় গ্রামের আবুল কাশেমের ছেলে এলাকার চিহ্নিত মাদককারবারী তরিকুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেন। পুলিশ তার মোটরসাইকেল এবং দেহ তল্লাশী করে ২২ বোতল ফেনসিডিল ও আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় গ্রেফতারকৃত তরিকুলের বিরুদ্ধে মামলাদায়ের পূর্বক মালামালসহ আদালতে সোপর্দ করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, তরিকুল এলাকার একজন চিহ্নিত মাদককারবারী। এর আগেও সে পুলিশ ও র্যাবের হাতে মাদকসহ আটক হয়ে জেল খেটেছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে।