হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা কমিটির অনুমোদন
সভাপতি মার্টিন হীরক সাধারণ সম্পাদক জয়ন্ত সিংহ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত ১৬ ডিসেম্বর আগামী তিন বছরের জন্য ১০১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশ গুপ্ত। গতকাল বুধবার এ সংক্রান্ত একটি চিঠি চুয়াডাঙ্গায় এসে পৌঁছায়। কমিটিতে ডা. মার্টিন হীরক চৌধুরীকে সভাপতি ও জয়ন্ত সিংহ রায়কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এর আগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে পুর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়া হলে, ৫ ডিসেম্বর একটি পুর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে অনুমোদনের জন্য পাঠানো হয়। কমিটিতে সভাপতিম-লী হিসেবে শ্যাম সুন্দর আগরওয়ালা, অমল কুমার বিশ্বাস, অমর দ্বীপ আগরওয়ালা, দেবেন্দ্রনাথ দোবে, যাদব কুমার প্রামাণিক, শেখর স্যান্নালসহ কমিটিতে বিভিন্ন পদে ১০১জন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।