ঝিনাইদহের শৈলকুপার মদনডাঙ্গায় ট্রাকচাপায় করিমনের ৭ যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
নিহতরা সবাই নির্মাণ শ্রমিক। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এতে রাস্তার দুপাশে ভারি যানজটের সৃষ্টি হয়েছে। ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) মো. আরিফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, শৈলকুপা শেখপাড়া এলাকা থেকে অটোরিকশা (করিমন) নিয়ে বেশ কিছু নির্মাণ শ্রমিক কাজ শেষে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক ওই স্থানে পৌঁছলে করিমনের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৭ জন মারা যান। গুরুতর আহত হন পাঁচজন। খবর পেয়ে ঝিনাইদহ ও শৈলকুপা ফায়ার সার্ভিস এবং পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ