স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়কে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এইড ফাউন্ডেশন, বাংলাদেশ তামাক বিরুদ্ধে জোটভুক্ত সংগঠন পল্লী উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটিকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করেন জেলা শিক্ষা অফিসার মো. বিল্লাল হোসেন। এছাড়াও সকল প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রয়, ব্যবহার ও প্রচারণা নিষিদ্ধ, প্রচারণার অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে রোড পেইন্টিং কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ সময় তিনি বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে কোনো তামাকজাত দ্রব্যের দোকান থাকবে না। যদি কেউ অমান্য করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন এইড ফাউন্ডেশনের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আবু নাসের অনিক, পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা তৌহিদ উদ দৌলা রেজাসহ বিদ্যালয়ের শিক্ষকম-লী ও ছাত্রবৃন্দ। পরে বেলা ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সম্পর্কিত গেজেট প্রদান করা হয়।