দর্শনা পৌর নির্বাচনে লটারি মাধ্যমে ১০ কাউন্সিলর প্রার্থীর প্রতীক বরাদ্দ
সবচেয়ে বেশি চাহিদার প্রতীক উটপাখি
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভা নির্বাচনে লটারির মাধ্যমে ১০ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়েছে প্রতীকে। ৫নং ও ৮নং দুটি ওয়ার্ডে ১১ জন কাউন্সিলর প্রার্থী সকলেই উটপাখি প্রতীক এবং সংরক্ষিত কাউন্সিলর পদে দুটি ওয়ার্ডে আনারস প্রতীক দাবি করায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেমদ লটারির মাধ্যমে তাদেরকে প্রতীক বরাদ্দ দেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টায় জেলা নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। লটারির মাধ্যমে বিজয়ী প্রার্থীরা হলেন সংরক্ষিত ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শিউলী আক্তার (আনারস) এবং সংরক্ষিত ৩নং ওয়ার্ডে মোছা: সুরাতন (আনারস) প্রতীক। সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে নাসির উদ্দিন (উটপাখি), ২নং ওয়ার্ডে সোহেল রানা (উটপাখি), ৩নং ওয়ার্ডে রবিউল হক সুমন (উটপাখি), ৪নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক (উটপাখি), ৫নং ওয়ার্ডে রাজিবুল ইসলাম (উটপাখি), ৬নং ওয়ার্ডে হারুন অর রশিদ (উটপাখি), ৮নং ওয়ার্ডে বিল্লাল হোসেন (উটপাখি) এবং ৯নং ওয়ার্ডে আশুর উদ্দিন (উটপাখি) প্রতীক পেয়েছেন। যেসকল প্রার্থী কাঙ্খিত প্রতীক পায়নি তারা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের নির্ধারিত অন্য প্রতীক পছন্দ করে প্রতীক নির্ধারণ করেন। নির্বাচনের আগে এধরনের লটারি অনেকেই নির্বাচনের প্রাথমিক বিজয় হিসেবে ভাবছেন কেউ কেউ। তবে, আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটের মাধ্যমেই আসল বিজয় অর্জিত হবে এমনটিই ভাবছেন অন্য প্রতীকের প্রার্থীরা।