স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হাট-বাজারের সহকারী ইজারাদার ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিচিতিমুখ সোহেল রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকাল ১০টার দিকে শেষ নিশ^াস ত্যাগ করেন তিনি। গতকালই বাদ আছর নামাজে জানাজা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।
চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডের বাসিন্দা ছিলেন মরহুম আশরাফ আলী। তার স্ত্রী-সন্তানেরা বর্তমানে জেলা শহরের বাগানপাড়ার স্থায়ী বাসিন্দা। মরহুম আশরাফ আলীর তৃতীয় পুত্র ছিলেন সোহেল রহমান রানা। মা ও ভাই-বোনদের সাথে বসবাস করতেন। সহকারী ইজারাদার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। গত ২ জানুয়ারি রাতে হৃদরোগে আক্রান্ত হন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার এক পর্যায়ে গতকাল তিনি মৃত্যুরকোলে ঢুলে পড়েন। মৃতদেহ নেয়া হয় নিজবাড়িতে। নিকট আত্মীয় স্বজনসহ অসংখ্য নারী-পুরুষ তাকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন। এর মধ্যে দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপ-অধ্যক্ষ মোশারফ হোসেন, দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন অন্যতম। সকলেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুম সোহেল রহমান অবসরপ্রাপ্ত উপ-অধ্যক্ষ মোশারফ হোসেনের ভাগ্নে। রানা অবিবাহিত ছিলেন। বৃদ্ধ মা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন শোকার্ত মা।