স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হাসাদহ বাজার সংলগ্ন প্রায় দেড় বিঘা জমিতে নির্মাণ করা হচ্ছে মসজিদ ও মাদরাসা। মরহুম নাজিম উদ্দীন বিশ^াসের দানকৃত জমিতে তারই বড় ছেলে মুহাম্মদ সাইফুল ইসলাম ও তার পরিবারের সদস্যসহ স্থানীয় ধার্মিক সুধীজনদের সাথে নিয়ে নির্মাণাধীন মাদরাসার নাম দেয়া হয়েছে, মাদরাসায়ে শাম্্ছিয়্যায়ে নাজিমিয়্যাহ্। মসজিদ ও মাদরাসার পূর্ণতা দিতে সকলের দোয়া ও সহযোগিতা চেয়ে আবেদন করেছেন উদ্যোক্তা পরিবারের সদস্যরা।
মাদরাসায়ে শাম্ছিয়্যায়ে নাজিমিয়্যাহ্’র পেশ অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মুহাম্মদ সাইফুল ইসলামকে। তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করে সবিনয়ে বলেছেন, আপনি একজন প্রতিবেশী, অভিভাবক, শুভাকাক্সক্ষী হিসেবে এর মঙ্গল কামনা করবেন এটাই কাম্য। বিভিন্ন উপলক্ষে যেমন পবিত্র রমজান, ঈদুল আজাহার সময় নির্মাণাধীন মাদরাসা ও মসজিদের প্রতি সকলে একটু আন্তরিক হবেন বলে আমাদের প্রত্যাশা। হাসাদহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন মরহুম নাজিম উদ্দীন বিশ^াস। তিনি ও তার স্ত্রী আল্লাহর রাজি ও খুশির জন্য প্রায় দেড় বিঘা জমি জীবদ্দশায় দান করে গেছেন। বর্তমানে সন্তানগণ পিতা-মাতার নেক আশাকে বাস্তবায়ন করার জন্য গত ১৫ ডিসেম্বর মসজিদ মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের নির্মাণ কাজ হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে ভিত্তি স্থাপনসহ আরসিসি কলাম স্থাপনের আনজাম সম্পন্ন হয়েছে। মসজিদের ছাদ ও ভবন নির্মাণসহ যাবতীয় কাজে বিপুল অর্থের প্রয়োজন। কিন্তু আমি আপনি পৃথিবীর যেখানেই অবস্থান করি না কেন, যদি একটু একটু করে দান করি; তা হলে এ কাজ অচীরেই সুসম্পন্ন হবে ইনশাআল্লাহ।
মুহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, বর্তমানে একজন মাওলানা শিক্ষকসহ কর্মচারী সার্বক্ষণিকভাবে এলাকাবাসী ও স্থানীয় আলেম উলামা এবং আলহাজ মাওলানা ওমর হাসান মুহতামিম বুজরুকগড়ির মাদরাসার সার্বিক পরামর্শে নির্মাণ কাজ তদারকি করছেন। নির্মাণ কাজে সকলের সার্বিক পরামর্শ, সহযোগিতা, নেকদান একান্ত কাম্য। ব্যাংক হিসেব জনতা ব্যাংক হাসাদহ জীবননগর শাখার সঞ্চয়ী হিসেব নম্বর ০১০০২১৯৫২৩৫৪২, রাউটিং নং- ১৩৫১৮০৪৬৬, নগদ একাউন্ট ০১৭৩৫ ১৩৫২১৭। এতে দান করা যাবে।