শাহাদাৎ হোসেন লাভলু: আলমডাঙ্গার আসমাননখালীতে মুজিব শতর্বষ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ৪টার দিকে আসমাননখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ঝিনাইদহ কোটচাঁদপুর একাদশ ও চুয়াডাঙ্গার চিৎলা একাদশ মুখোমুখি হয়। চিৎলা একাদশকে ২-০ গেমে পরাজিত করে ঝিনাইদহ কোটচাঁদপুর একাদশ জয়লাভ করেছে। বিজয়ী দলকে বড় ট্রফি ও ২০ হাজার টাকা, রানাআপ দলকে ছোট ট্রফি ও ১৫ হাজার টাকা প্রদান করা হয়। খেলা পরিচালানা করেন মাসুদুল হক মিটুল ও মজিবুল হক মুন্সী। সঞ্চালনায় ছিলেন হুমায়ন কবীর টুলু। সভাপতিত্ব করেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রকিবুল হাসান। প্রধান অতিথি ছিলেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক্ষ মহাসিন কবীব জাকারিয়া, ঝিনাইদহ জেলা সহকারী জজ ফরিদুজ্জামান, বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অফিসার ওসি তুহিনুজ্জামান, আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, নান্দবার সরকারি প্রধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান আলী, গাংনী ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টোকন, বিশিষ্ট ব্যবসায়ী ইফতেখার রাসুল সিহাব, বজলুর রহমান, আবু সাইদ, আনোয়ার হোসেন, গিয়াস উদ্দীন, পাভেল হোসেন, মাসুদ কাইসার মানিক মিয়া, নিজামুল হায়দার, হাসমত আলী, জমি হোসেন, লিমন, জিংকু মিয়া, পারভেজ হোসেন, সেলিম রেজা, আলমঙ্গীর হোসেন, সুমন রেজা, ডা. জয়নাল আবেদীন, মুন্সি এমদাদুল হক, দেলোয়ার হোসেন, মশিউর রহমান অভি, ইউপি সদস্য সেলিম রেজা সেন্টু, আতিয়ার রহমান, শাহিন মিয়া প্রমুখ। ধারাভাষ্য ডাক্টার মিনারুল ইসলাম রাজু ও বিপ্লব হোসেন।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ