আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় আওরঙ্গজেব মোল্লা টিপু স্মৃতি ব্যাটমিন্টন টুর্নামেন্টের ২০২১ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা পরিবার পরিকল্পনা অফিস চত্বরে ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে ১৬ দলের ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। ব্যাডমিন্টন কল্যাণ সমিতির প্রধান উপদেষ্ঠা আবুল কালাম আজাদ বেল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, বিশিষ্ট তরুন ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক জাহাঙ্গীর আলম মোল্লা টিংকু, গোস্বামী দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কাজী মনিরুজ্জামান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, ডামোস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। ক্রীড়া সংগঠক মাসুদ রানা তুহিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড় গোলাম মুক্তাদির বিদ্যুত, শেখ শহীদুল্লাহ, হাসানুজ্জামান মুন্না, নিখিল ভারতী, ওয়াহেদুল ইসলাম, মামুনুর রশিদ মন্ডল, তন্ময়, রুবেল, হিমেল, লিজন, শাওন, মেহেদী, ভোলা, তানজীম, মশিউর রহমান রানা, জয়, তানভীর, হৃদয়, উৎসব, রাফী, লিংকন প্রমুখ। মরহুম আওরঙ্গজেব মোল্লা টিপু জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি গত ২ বছর আগে মৃত্যুবরণ করেছেন।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ