স্টাফ রিপোর্টার: দিনের তাপমাত্রা গতকালের মতো আজও থাকবে। তবে রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে শীতের কাপুঁনি কমাবে। ৭২ ঘণ্টার তথা ৩ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়ে বলেছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু এক জায়গায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকার পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তরবঙ্গে মেঘ বৃষ্টির প্রভাব কেটে গেলে আবাও উত্তরে হিমেল হাওয়া সারা দেশে ছড়িয়ে তাপমাত্রা কমাবে তরতর করে।
গতকাল মঙ্গলবার দেমের সর্বনিম্ন তাপমাত্রা সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ১০ দশমিক ৮ ও সর্বোচ্চ চট্টগ্রামের সীতাকু-ে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিলো সর্বোচ্চ ২৬ দশমিক ২ ও সর্বনিম্ন ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতপরশু থেকে মৃদু শৈত্যপ্রবাহ কেটে যাওয়ায় তাপমাত্রা সামান্য বেড়েছে। শীতও কমেছে। সিনেপটিক অবস্থান সম্পর্কে তথ্য দিতে গিয়ে আবহাওয়া অধিদফতর জানিয়েৈেছ, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মরসুুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। শীতে দুস্থদের দুর্ভোগ লাঘবে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ ব্যক্তি উদ্যোগেও শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞ বলেছেন, মেঘ বৃষ্টির প্রভাব থাকলে উত্তরের হিমেল হাওয়া ছড়াতে পারে না। হিমেল হাওয়া ছড়ালেই কনকনে শীত অনুভূত হয়। উত্তরবঙ্গে মেঘ বৃষ্টির প্রভাব রয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি ঝরিয়ে আকাশ পরিষ্কার হলেই হিমালয়ের হিমেল হাওয়া হুহু করে ছড়িয়ে সারা দেশে আবারও তাপমাত্রা কমাবে। তবে ৩ দিনের মধ্যে সে সম্ভবনা খুবই কম।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ