স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামে নতুন মাঠ ও ক্রিকেট টুর্নামেন্টর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে সরিষাডাঙ্গা টাইগার স্পোর্টিং ক্লাব আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন তরুণ ব্যবসায়ী প্রকৌশলী রাসেল আরেফিন পলাশ, মিথুন ফাউন্ডেশনের চেয়ারম্যান মিথুন আহমেদ, ডা. আবু জাহিদ মাসুম, নীলমণিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, খাদিমপুর ইউপি সচিব মো. মুছাব আলী প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরিষাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম জোয়ার্দ্দার সোনা। অনুষ্ঠানটি পরিচালনা করেন টাইগার স্পোর্টিং ক্লাবের সভাপতি ও ৫ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মো. আলমগীর হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন সরিষাডাঙ্গা টাইগার স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ