আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আলমডাঙ্গা বিশিষ্ঠ ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম অপু মোল্লা। সভাপতি নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার সকালে এমপি ছেলুন জোয়ার্দ্দারের নিজ বাসভবনে উপস্থিত হয়ে ফুলের শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত সভাপতি হওয়ায় আমিনুল ইসলাম অপু মোল্লাকে অভিনন্দন জানিয়ে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য সবসময় শিক্ষকদের সহযোগিতা করতে হবে। নিয়মিত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সাথে শিক্ষার বিষয়ে আলাপ আলোচনা করার জন্য দিকনির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদরাসার শিক্ষক মহসিন কামাল, আওয়ামী লীগ নেতা রিপন শাহ প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
বিদেশে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেয়া মামলায় দর্শনার সাদ্দাম গ্রেফতার
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ