চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ শুরু
মহামারীকালেও নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
মাথাভাঙ্গা ডেস্ক: ২০১০ সাল থেকে প্রতিবছর ১ জানুয়ারি সারাদেশে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেয়া হচ্ছে। তবে করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার উৎসব ছাড়াই শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। গতকাল ১ জানুয়ারি শুক্রবার সকাল থেকে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে এই বই দেয়া হয়েছে। এই মহামারীকালেও নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তাছাড়া স্কুলে দীর্ঘদিন পর সহপাঠীদের দেখা পেয়ে আনন্দিত তারা। করোনার সংক্রমণের কারণে এবার একদিনেই সব শিক্ষার্থী নতুন বই পাবে না। কয়েকদিন ধরে ভাগ ভাগ করে এ বই দেয়া হচ্ছে।
সরকারি সিদ্ধান্ত হলো, করোনার কারণে এবার একেকটি শ্রেণির শিক্ষার্থীদের তিন দিন করে বই দেয়া হবে। এভাবে মাধ্যমিকে ১২ দিন ধরে বই দেয়া হবে।
অন্যদিকে, যেসব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কম, সেখানে একদিনেই বই দেয়া হচ্ছে। আর যেসব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী তুলনামূলক বেশি, সেখানে তিন দিন বই দেয়া হবে। করোনা পরিস্থিতির মধ্যেও যথাসময়ে প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার। এবার সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় সাড়ে ৩৪ কোটি বই বিতরণ করা হবে।
চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বিনামূল্যে পাঠাপুস্তক বিতরণ ও জাতীয় বই উৎসব-২০২১ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে জাতীয় বই উৎসবের উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. বিলাল হোসেন। এ বছর জেলায় প্রাথমিক, মাধ্যমিক, ভোকেশনাল ও মাদরাসা পর্যায়ে প্রায় সোয়া ২৩ লাখ বই বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে। জেলা শিক্ষা অফিসার বিলাল হোসেন জানান, মাধ্যমিক, মাদরাসা ও ভোকেশনাল পর্যায়ে জেলায় ১৬ লাখ ২৭ হাজার ৬৮৩টি বই এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক বিদ্যালয়ে জেলায় ৭ লাখ বই বিতরণ করা হয়েছে। দীর্ঘদিন পর স্কুলে এসে বছরের প্রথম দিনেই বই হাতে পেয়ে শিক্ষার্থীরা খুবই খুশি হয়েছে বলে জানিয়েছে।
এদিকে নতুন বই হাতে পাওয়ার পর আনন্দিত ছাত্র-ছাত্রীরা। তারা বলছে, বছরের প্রথমদিন বই হাতে পাওয়ার কারণে সিলেবাসটা দ্রুত শেষ করতে পারবে। ফলাফলও ভালো হবে। চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মালাকার বলেন, গতকাল তিনটি শ্রেণির প্রায় আশি শতাংশ ছাত্রীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। জেলা শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. বিলাল হোসেন জানান, নতুন বছরে ছাত্র-ছাত্রীরা নতুন বই পেয়ে আনন্দে উদ্বেলিত। শিক্ষক-অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, প্রতিদিন দুটি করে নতুন ওয়ার্ড শিখতে পারে তার দিকে দৃষ্টি রাখতে হবে। সেই সাথে শিক্ষার্থীরা যেন নতুন বইগুলো বাড়িতে পড়ে তার ব্যবস্থা করা পরামর্শ দেন। শিক্ষার্থীদের বলেন, জীবনে মানুষ হতে চাইলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। তাই এখন থেকেই পড়াশুনায় মনোযোগী হতে হবে।
বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল শুক্রবার সকাল ১০টায় জাতীয় বই বিতরণ উৎসব পালিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল আজম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন সদস্য মিল্টন বিশ্বাস, ইউপি সদস্য আলীকদর মেম্বার, শিক্ষক আজিজুল হক, ওয়াজেদ আলী, সাজেদুর রহমান, সাহাবুদ্দিন, মাসুদ রানা, শেফালী পারভীন, সোহানী খাতুন, রাজু আহম্মেদ প্রমুখ। সার্বিক অনুষ্ঠনটি পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন মাস্টার।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠানিকভাবে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ। প্রধান অতিথি ছিলেন তেতুল শেখ কলেজ ও ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সরোজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সভাপতি হাজি আব্দুল্লা শেখ। সাবেক পরিচালনা কমিটির সদস্য সেলিম রেজা, নূর আলম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সাইফুল আওয়াল। মহাম্মদজমা ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে বই বিতরণ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় বই বিতরণের উদ্বোধন করা হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মজিবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পরিচালানা কমিটির সদস্য নাসির উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সাইফুল আওয়াল।
গড়াইটুপি প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার গড়াইটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই দিবস উদযাপন করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সন্ন্যাসী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি গড়াইটুপি ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু মাস্টার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা আ.লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ফাতরুজ্জামান মাস্টার, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আসাদুল ইসলাম রোকন, আ.লীগের সিনিয়র নেতা শাহ আলম বাচ্চু, ফারুক হোসেন চাঁন মেম্বার, আক্কাছ আলী প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা জুড়ে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে সরকারের বিনামূল্যের বই তুলে দিয়ে বই উৎসব পালন করা হয়েছে। গতকাল শুক্রবার এ বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন, মাধ্যমিক শিক্ষা অফিসার দিনেশ চন্দ্র পাল ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।
সকালে উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন দৌলৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। জীবননগর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল ও প্রধান শিক্ষক আবু ছালেম মো. মুছা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিনেশ চন্দ্র পাল ও প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক জীবননগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে, শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল লতিফ অমল ও প্রধান শিক্ষক বাকী বিল্লাহসহ উপজেলার ৭৩ সরকারি প্রথমিক বিদ্যালয়ে, ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ে, ৭টি মাদরাসায় ও ১৪টি কিন্ডারগার্টেনে বই উৎসবের উদ্বোধন করা হয়।
অপরদিকে, জীবননগরের উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিন গতকাল শুক্রবার বেলা ১১টায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের এ বই বিতরণ করা হয়। দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বইগুলো বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রাজিব হাসান কচি, জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সি মাহবুবর রহমান বাবু, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল, প্রধান শিক্ষক মোহা. লুৎফর রহমান, সাংবাদিক আকিমুল ইসলাম, নারায়ণ চন্দ্র ভৌমিক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আশকার আলী, মিজানুর রহমান মিন্টু, সরজিৎ কুমার কর্মকার, সেলিম হোসেন, মাহফুজুর রহমান প্রমুখ।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গা ও নাটুদহ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস বই বিতরণ শুরু করেন। নাটুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেকের প্রধান অতিথি থেকে বই বিতরণ করেন। জগন্নাথপুর দাখিল বালিকা মাদরাসার সুপার আব্দুল গাফফারের সভাপতিত্বে প্রতিষ্ঠানের সভাপতি সাবেক মেম্বর হাজি রমজান আলী প্রধান অতিথি থেকে বই বিতরণ করেন। কার্পাসডাঙ্গা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান উপস্থিত থেকে বই বিতরণ করেন। তালসারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা খাতুন মিলি উপস্থিত থেকে বই বিতরণ করেন। কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান উপস্থিত থেকে বই বিতরণ করেন। এছাড়া কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসা, হাদিকাতুল উলুম বালিকা মাদরাসা, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়, বাঘাডাঙ্গা, কোমরপুর, সুবুলপুর, কাঞ্চনতলা, আরামডাঙ্গা, পিরপুরকুল্লা, ঠাকুরপুর, চাকুলিয়া, চন্দ্রবাস, শিবনগর, জাহাজপোতা, মুন্সিপুর, কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অক্সফোর্ড কিন্ডারগার্টেনে বই বিতরণ করা হয়।
মেহেরপুর অফিস জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে বছরের প্রথম দিনে মেহেরপুরে আনন্দঘন পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যেমে বই উৎসবের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার জন্য বিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে আনন্দমুখর করে তুলতে হবে। যেন শিক্ষার্থীরা পড়াশোনাকে ভয় না করে আনন্দের সাথে উপভোগ করতে পারে। ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ তাজুল ইসলাম, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলাম খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে রাব্বী। জেলায় এ বছর মাধ্যমিক পর্যায়ে ১৭৩টি বিদ্যালয়ে ৮ লাখ ৯৮ হাজার ৪৬৬ টি ও প্রাথমিকে ৫৩২ টি বিদ্যালয়ে ৩ লাখ ৯১ হাজার ৬২৮ টি বই বিতরণ করা হবে।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর জেলা শিক্ষা অফিসের আয়াজনে মুজিবনগরে বই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। নতুন বছরের নতুন বই তুলে দেয়া হয়েছে ছাত্র-ছাত্রীদের হাতে। গতকাল শুক্রবার সকাল ১১টা দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাধ্যমিক (বালক) বিদ্যালয় চত্বরে মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন বই বিতরণ উদ্বোধন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ভিডিও কনফারেন্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের উদ্বোধন করেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তৌফিকুর, জেলা শিক্ষা অফিসার মাহাফুজুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, সহকারী কমিশনার মো. নাহিদ, সদর উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসার প্রধান শিক্ষক মোবারক হোসেন, আনোয়ারুল ইসলাম, মিনারুল ইসলাম, জহিরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার প্রমুখ।
২০২১ সালে মেহেরপুর জেলায় ১শ ২৬টি মাধ্যমিক বিদ্যালয়ে ৫৩ হাজার ১৮৪জন শিক্ষার্থীর মাঝে ৭ লাখ ৭২ হাজার এবং মাদরাসায় ৪ হাজার ৮৮৫ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ১৪ হাজার ২৯৮টি নতুন বই বিতারণ করা হবে বলে জানান জেলা শিক্ষা অফিসার।