বর্ষবরণ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা : নবনির্বাচিত কাউন্সিলর কামরুজ্জামান চাঁদকে ফুলেল শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের বিদায় এবং ২০২১ সালের বরণ উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ক্লাবের সদস্যরা সাংবাদিক সহকর্মী চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর কামরুজ্জামান চাঁদকে ফুলেল শুভেচ্ছা জানান। জেলার সক্রিয় সাংবাদিকদের এ মিলনমেলায় শুভেচ্ছা জানাতে উপস্থিত হন চুয়াডাঙ্গা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খুস্তার জামিল এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য হাফিজুল আলম মালিক বাবু। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ মিলনমেলার আয়োজন করা হয়। মিলনমেলায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন। অতিথি ছিলেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শেখ সেলিম।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাজান কচির সঞ্চালনায় অনুষ্ঠানে চুয়াডাঙ্গা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খুস্তার জামিল এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য হাফিজুল আলম মালিক বাবু সাংবাদিকদের নতুন বছরের শুভেচ্ছা জানান এবং সবসময় সাংবাদিকদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতি সরদার আল আমিন বলেন, ২০২০’র শেষ লগ্নে সহকর্মীদের সাথে কিছুটা সময় কাটানো, ক্লাব সদস্যের অর্জনকে একসাথে উপভোগ করাসহ বেশ কিছু উপলক্ষকে একত্রিত করে আমরা একত্রিত হয়েছি। আগামীতেও আমরা আগের মতে একসাথে সহমর্মী হয়ে থাকতে চাই।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রেসক্লাব সদস্য কামরুজ্জামন চাঁদ নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্যরা। এসময় ক্লাবের সদস্যরা সহকর্মী চাঁদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক শেখ সেলিম, এমএম আলউদ্দিন, এমএ মামুন, আবুল হাশেম, আহাদ আলী মোল্লা, ইসলাম রকিব ও নবনির্বাচিত পৌর কাউন্সিলর সাংবাদিক কামরুজ্জামান চাঁদ।