চুয়াডাঙ্গায় আরও ৩ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৩জন নোভেল করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত তিনজনের মধ্যে দুজনের বাড়ি চুয়াডাঙ্গা জেলা সদরে একজনের বাড়ি আলমডাঙ্গা উপজেলায়। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ আরও ১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসি আর ল্যাবে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ পৌর ভোটের দিন নমুনা সংগ্রহ করেনি। এদিন পূর্বের ১৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে আসে। ১৫ জনের মধ্যে ১২ জনের রিপোর্ট কোভিড-১৯ নেগেটিভ হলেও ৩ জনের পজেটিভ হয়। নতুন শনাক্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার দুজনের মধ্যে একজন জেলা শহরের আরামপাড়ার ও অপরজন সরোজগঞ্জের বাসিন্দা। আলমডাঙ্গা উপজেলার নতুন শনাক্ত রোগীর বাড়ি গোবিন্দহুদা। নতুন ৩ জনকে নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬শ ৬২ জন। গত পরশু সোমবার ৮জন ও গতকাল মঙ্গলবার ১ জন দু’দিনে ৯ জনের সুস্থতা নিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৫শ ৬৩ জন। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত অসুস্থদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৫জন, বাড়িতে ২৯জন ও ঢাকায় রেফার হওয়া দুজনের মধ্যে একজন আইসোলেশনে রয়েছেন। ঢাকায় চিকিৎসাধীন বিএনপি নেতা ওয়াহেদুজ্জামান বুলা গতকাল পর্যন্ত সুস্থতার ছাড়পত্র পাননি।