আলমডাঙ্গা পাইকপাড়ার গবেষক আমানতউল¬াহ’র পৃথিবী কেন্দ্রীক বিশ্বতত্বের মডেল পরিদর্শন করলেন জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের পাইকপাড়া গ্রামের গবেষক আমানতউল¬াহ’র পৃথিবী কেন্দ্রীক বিশ্বতত্বের মডেল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ঘোলদাড়ী বাজারে অবস্থিত গবেষণাগারটি পরিদর্শন করেন তিনি। এসময় আমানতউল্লাহ’র আবিষ্কারের ওপর বেশকিছু প্রশ্ন করেন জেলা প্রশাসক। পরে পৃথিবী কেন্দ্রীক বিশ্বতত্বের উপর আমানতউল্লাহ’র লেখা কিছু বই পাঠানোর জন্য বলেন তিনি। গবেষক আমানতউল¬াহ বলেন, জীর্ণ শীর্ণ কুটিরে থেকেই ২৬ বছর গবেষণার পর পৃথিবী কেন্দ্রীক বিশ্বতত্ত্বের মডেলটি আবিষ্কার করেছি। যার মূল প্রতিপাদ্য বিষয় ‘পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে’। ৪০০ বছর পূর্বে বিজ্ঞানের আবিষ্কার পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এই সূত্রকে মিথ্যা প্রমাণ করতে আমার এই আবিস্কার। তিনি আরও বলেন, আমার আবিস্কারের প্রতি সরকারের সুদৃষ্টি পড়লে আমি সারা বিশ্বের কাছে বাংলাদেশকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে পারবো। একটি বারের জন্য আমার মডেলের সত্যতা প্রমাণ করার সুযোগ দেয়া হলে আমি বিশ্বতত্ত্বের মডেলের সত্যতা প্রমাণ করে দিয়ে যেতে চাই। এসময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, আপনার ২৬ বছরের গবেষণার বিষয়টি যদি সত্য প্রমাণিত করতে হয় তাহলে বিজ্ঞান বিষয়ে অভিজ্ঞদের সাথে আলোচনা করতে হবে। আমার দিক থেকে সার্বিক সহযোগিতা পাবেন বলে আশ্বস্ত করেন জেলা প্রশাসক।