স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. সিরাজুল ইসলাম মনির ধানের শীষের পক্ষে নির্বাচনী শোডাউন করেছেন দলের নেতাকর্মীরা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা শুরু করেন। শিল্পকলা থেকে বের হয়ে ফাতেমাপ্লাজা, প্রিন্সপ্লাজা, নিউমার্কেট, বড়বাজার, নিচের বাজার, সোনাপট্টি হয়ে কোর্টমোড়ে গিয়ে পথসভা করে। পথসভা শেষ করে জীবননগর বাসস্ট্যান্ড, ইম্প্যাক্ট হয়ে নতুন বাজারে গণসংযোগ শেষে সিঅ্যান্ডবি গেটের সামনে পথসভার মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা শেষ করা হয়। পথসভায় বক্তব্যে জেলা বিএনপি নেতা মো. শরীফুজ্জামান শরীফ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপি নেতাকর্মীরা যে সংগ্রাম করে চলেছেন। ধানের শীষ হচ্ছে সেই সংগ্রামর প্রতীক। শহীদ জিয়াউর রহমানের আদর্শে আমরা যারা বিশ্বাস করি, তারা সকলেই নিজ নিজ দায়িত্বে ভোট কেন্দ্রে গিয়ে দলীয় প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, সিরাজুল ইসলাম মনি বিএনপির একক প্রার্থী, তাই বিভ্রান্ত না হয়ে ধানের শীষকে বিজয়ী করতে ভোট দেয়ার আহবান জানাচ্ছি। চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান মঙ্গল, জেলা বিএনপির সদস্য আব্দুল জব্বার বাবলু, আবু বকর সিদ্দিক আবু, শ্রী সুশীল কুমার দাস, বিএনপি নেতা মাহমুদুল হক পল্টু, রাফাতুল্লাহ মহলদার, সাবেক চেয়ারম্যান কুদ্দুস মহলদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, সহসভাপতি হামিদুল হক টুটুল, ইসানুল হক স্বরাজ, হাফিজুর রহমান মুক্ত, সিনিয়র যুগ্ম সম্পাদক মুনজুরুল জাহিদ, যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ বাবু, শাহ জামাল,মহাসিন আলী, রুবেল হোসেন, জেলা যুবদলের সহসভাপতি তরিকুল ইসাম সোহেল, সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খান, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, যুগ্ম সম্পাদক হাফিজ উদ্দীন হাবলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইমুম আরাফাত প্রমুখ।
এছাড়া, আরও পড়ুনঃ