ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান প্রফেসর ড: জাহাঙ্গীর হোসেন
মুন্সিগঞ্জ প্রতিনিধি: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন চুয়াডাঙ্গার আমিরপুর গ্রামের কৃতি সন্তান প্রফেসর ড: জাহাঙ্গীর হোসেন। তিনি মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কাশেম মিয়ার বড় ছেলে ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক টিপু সুলতান লিটনের বড় ভাই। তিনি ১৯৯৮ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাসক হিসেবে যোগদান করেন। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে যোগদান করেন। এব্যপারে মোমিনপুর ইউনিয়নবাসী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।