গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌরসভা নির্বাচনে অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন আসাদুজ্জামান বাবলু। আগামী ১৬ জানুয়ারি গাংনী পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নামছেন তিনি। আসাদুজ্জামান বাবলু গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। এক সময় সাহারবাটি ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন তিনি। ২০১৫ সালের গাংনী পৌর নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়েও বিদ্রোহ করেননি। জনপ্রিয় ও নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে বলে জানান দলটির কেন্দ্রীয় এক নেতা। আসাদুজ্জামান বাবলুর মাধ্যমে গাংনী পৌরসভায় ধানের শীষ প্রতীকের বিজয় আশা করছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এদিকে আসাদুজ্জামান বাবলু মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। পৌরসভার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছেন বিএনপি কর্মী সমর্থকরা।
জানা গেছে, দ্বিতীয় দফায় গাংনী পৌরসভাসহ দেশের ৬১টি পৌরসভা নির্বাচন আগামী ১৬ জানুয়ারি। ২০ ডিসেম্বর রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। গতকাল শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভায় আসাদুজ্জামান বাবলুকে গাংনী পৌরসভায় দলীয় প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক দেয়া হয়। এছাড়াও আরও ৫৫টি পৌরসভায় দলীয় প্রার্থী চুড়ান্ত করেছে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ