মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় বিশা খাঁ (৩০) নামের এক কৃষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আবুল কালাম আজাদ এক ক্রেতা। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবানীপুর-রশিকপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত বিশা খাঁ রশিকপুর গ্রামের মৃত তছলেম খাঁর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জহির জানান, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মির্জাকান্দি গ্রাম থেকে আবুল কালাম আজাদ নামের এক যুবক মুজিবনগর এলাকায় পেঁয়াজের চারা কিনতে আসেন। চারা দেখার পর মোটরসাইকেল যোগে বিশা খাঁর সাথে আবুল কালাম আজাদ রশিকপুর যাচ্ছিলেন। এসময় সামনের দিক থেকে আসা একটি ট্রলিকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল চালক বিশা খাঁ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারেন। এতে চালক বিশা খাঁ মাথায় প্রচ- আঘাত পান। এসময় আহত হন মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিলে চিকিৎসক বিশা খাঁকে মৃত ঘোষণা করেন।
মুজিবনগর থানা ইনচার্জ আব্দুল হাশেম সত্যতা নিশ্চিত করে বলেন, বিশা খাঁর মৃতদেহ পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং আহত আবুল কালাম আজাদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করেছে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ