মেহেরপুরে আরও একজন করোনা শনাক্ত
মেহেরপুর অফিস: মেহেরপুরে আরও একজনের করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত একজনই সদর উপজেলার। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত হলেন বর্তমানে ২০ জন। গতকাল বুধবার রাতে সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, মেহেরপুরে নতুন করে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, মেহেরপুর সদর ১৪ জন, গাংনী উপজেলায় একজন ও মুজিবনগর উপজেলায় ৫ জনসহ বর্তমানে সর্বমোট ২০ জন করোনা রোগী রয়েছে। এ পর্যন্ত জেলায় সম্পূর্ণ সুস্থ হয়ে ৬৪৭ জন বাড়ি ফিরেছে। এবং মৃত্যুবরণ করেছেন ১৬ জন। নতুন করে করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।