দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী ঝটিকা অভিযান অব্যাহত রেখেছে। এবারের অভিযানে ফেনসিডিলসহ ৪ অভিযুক্ত মাদককারবারীকে গ্রেফতার করে দায়ের করা হয়েছে মামলা। গত পরশু সোমবার রাত ১১ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান কাজলের নির্দেশে এসআই সাইফুল ইসলাম এবং এএসআই মহিউদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পুরাতন বাজার এলাকায়। এ সময় পুলিশ গ্রেফতার করেছে দর্শনা শ্যামপুরের শফি মোল্লার ছেলে বকুল হোসেন (৩৬), দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর পূর্বপাড়ার রফিকুল ইসলামের ছেলে রনি হোসেন (২০), আ. মান্নানের ছেলে নাজমুল হোসেন (২৬) ও ছয়ঘরিয়া গ্রামের আ. হামিদের ছেলে হারুন অর রশিদকে (২৪)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের ব্যবহৃত মোটর সাইকেল তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৪৮ বোতল ফেনসিডিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওই রাতেই এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।
পূর্ববর্তী পোস্ট
কুষ্টিয়ার সাংবাদিককে মারধর মামলার ছাত্রলীগ নেতা আলমডাঙ্গায় গ্রেফতার
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ