মেহেরপুর অফিস: মেহেরপুরের আমঝুপি-ইসলামনগর সড়কে ছিনতাইকারীদের হামলায় আবুল কালাম নামের এক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার সময় সদর উপজেলার ইসলামপুর গ্রামের রহমান ও আসাদুল নামের দুই যুবক গাংনী থেকে রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ইসলামনগর-আমঝুপি সড়কের মাঝামাঝি স্থানে পৌঁছালে একদল মুখোশ পরিহিত ছিনতাইকারী রাস্তার উপরে কলা গাছ ফেলে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা আসাদুল ও রহমানকে মাঠের মধ্যে বেঁধে রাখে। পরবর্তীতে আবুল কালাম নামের একজন রঙ মিস্ত্রি নসিমন যোগে ওই সড়কে যাওয়ার পথে তাকেও গতিরোধ করে থামানো হয়। এসময় সে চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা আবুল কালামকে মারধর করে আহত করে। এ ঘটনার পরপরই আরও একজন মোটরসাইকেল চালক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পায় এবং ফিরে গিয়ে গ্রামবাসীদের খবর দেয়। খবর পেয়ে গ্রামবাসী এবং মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে মুখোশ পরিহিত ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ আবুল কালাম, রহমান ও আসাদুলকে উদ্ধার করা হয়। মেহেরপুর সদর থানার এসআই ইমরুল জানান, ছিনতাইকারীদের হামলায় আবুল কালাম আহত হয়েছে। তবে ছিনতাইকারীরা তাদের কারো নিকট থেকে কোনো টাকা-পয়সা নিতে পারেনি।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ