জীবননগরের করতোয়া-হরিহরনগর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে এমপি টগর
শেখ হাসিনা সরকার মানেই উন্নয়নবান্ধব সরকার
জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের করতোয়া-হরিহরনগর গ্রামীণ সড়ক উন্নয়নের কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাজি আলী আজগার টগর এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শেখ হাসিনার সরকার মানেই উন্নয়নবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করে। কিন্তু সরকারের এ উন্নয়ন দেখে একটি দলের মাথা নষ্ট হয়ে গেছে। তারা সরকারকে বেকায়দায় ফেলতে নানাভাবে ষড়যন্ত্র করে চলেছে। এ চক্রের নেতৃত্বে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে মূর্তি বানিয়ে তা প্রতিহত করার ডাক দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যা কখনও সফল হবে না। তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদেই সকল গ্রামীণ সড়ক পাঁকায় উন্নয়ন করা হবে।
সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে এ ছাড়াও জীবননগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, লোকমোর্চার সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
১ কোটি ৫২ লাখ ৩ হাজার ৬০২ টাকা চুক্তিমূল্যে জীবননগর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এলজিইডি এ সড়ক উন্নয়ন কাজ করছে। জীবননগরের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স এ কাজ বাস্তবায়ন করছে বলে সূত্রে জানা গেছে।