কোটচাঁদপুর প্রতিনিধি: ডাক্তার দেখানো হলো না রিয়াজুল ইসলাম (৬৫) নামের এ বৃদ্ধার। ঘাতক মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেলো তার। গতকাল শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর-জীবননগর সড়কের কাটাখালি নামক স্থানে।
জানা যায়, কোটচাঁদপুরের কাগমারী গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে রিয়াজুল ইসলাম। পেশায় কৃষক। এক ছেলের জনক। নিহতের স্ত্রী জানান, বেশ কিছুদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন। গতকাল শুক্রবার সকালে ঘুম থেকে উঠে ডাক্তারের কাছে যাবার জন্য বাড়ি থেকে বের হয়ে নৌকাযোগে ওপারে কাটাখালি পৌঁছান। এরপর রাস্তাপার হওয়ার সময় পেছন দিক থেকে ধাক্কা দেয় ঘাতক মাইক্রোবাস। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসা শুরুর কিছুক্ষণ পর তার মৃত্যু ঘটে। ডাক্তার ইসরাত জেরিন বলেন, গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে আসেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোরে রেফার্ড করা হয়। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, এ দুঘর্টনার কথা আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ