চুয়াডাঙ্গায় আরও ৮জন নোভেল করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
স্টাফ রিপোর্টার: শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস সংক্রমণও বাড়ছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় আরও ৮জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদিয়ে চুয়াডাঙ্গায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬শ ১৫ জন। গতকাল আরও ৩জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৫শ ২০ জন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে পূর্বের ৪২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ৩৬ জনের নেগেটিভ হলেও ৮জনের কোভিড-১৯ পজেটিভ হয়েছে। গতকাল আরও ১৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে। নতুন শনাক্ত ৮ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৩জন, আলমডাঙ্গা উপজেলার ৩জন ও দামুড়হুদা উপজেলার ২জন। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিক আইসোলেশনে তথা হাসপাতালে ছিলেন ৬জন, হোম আইসোলেশনে ছিলেন ৪৬ জন। গতপরশু দুজনকে ঢাকায় রেফার করা হয়। নতুন শনাক্ত ৮জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৩ জনই জেলা শহরের। একজনের বাড়ি গোরস্থানপাড়ায় বাকি দুজনের বাড়ি এতিমখানাপাড়ায়। দামুড়হুদা উপজেলার দুজনের মধ্যে একজনের বাড়ি হেমায়েতপুরে অপরজনের বাড়ি দলকা লক্ষ্মীপুর। আলমডাঙ্গা উপজেলার তিনজনের মধ্যে দুজনের বাড়ি নতিডাঙ্গায় ও একজনের বাড়ি এরশাদপুরে।
প্রসঙ্গত: বিশ^ মহামারী নোভেল করোনা ভাইরাস শীতের মধ্যে বিশে^র বিভিন্ন দেশে সংক্রমণ বেড়েছে। আমাদের দেশেও শীতে এ ভাইরাস ভয়াবহ আকারে ছড়াতে পারে। ফলে প্রশাসনের তরফে শতভাগ মাস্কপরাসহ সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বাড়িয়েছে। এরপরও স্বাস্থ্যবিধি মেনে চলার তেমন নজির মিলছে না। অথচ ছোঁয়াচে ভাইরাস ছড়াচ্ছে।