জীবননগর ব্যুরো: জীবননগর-দত্তনগর সড়কের পাথিলা মোড় নামক স্থানে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা না ঘটলেও ট্রাক্টরটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহেশপুর রাফি ব্রিক্সের একটি ট্রাক্টর ইটভাটা থেকে ইট নিয়ে জীবননগর বাজারে আসে। ইট নামিয়ে ফেরার পথে পাথিলা মোড় নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাক-টাক্টরের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এ ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়।
এলাকাবাসী জানিয়েছে, পাথিলা মোড় দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে পরিচিত। এখানে প্রায়শঃ দুর্ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো স্পীড ব্রেকার নির্মাণ করা হয়নি। ফলে হর হামেশা ছোট-খাট দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী সড়ক বিভাগের নিকট দু’টি স্পীড ব্রেকার স্থাপনের দাবি জানিয়েছে।