মহেশপুর প্রতিনিধি: রোববার সকালে মহেশপুর উপজেলা খাদ্য গুদাম চত্বরে অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি চঞ্চল। উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, খাদ্য নিয়ন্ত্রক অফিসার আবু হেনা মোস্তফা কামাল, খাদ্য পরিদর্শক হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিষেক বিশ্বাস ও আবু সালেহ আল মামুন প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ উপজেলায় ৭৭২ মেট্রিক টন ধান এবং ৬৪৯ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।