আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার তৃতীয় লিঙ্গের ৪ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। আহত ৪ জনের ভেতর কান্তা ও প্রিয়ার অবস্থা গুরুতর। গতকাল শনিবার সন্ধ্যার পর জোড়াদোহ কলেজপাড়া থেকে এ মারধরের ঘটনা ঘটে।
জানা যায়, কুষ্টিয়ার আত্তানগর গ্রামের মৃত ইজ্জত আলীর সন্তান তৃতীয় লিঙ্গের মওলা অরফে মালা বর্তমানে হরিণাকু-ু উপজেলার জোড়াদহ কলেজের কাছে বসবাস করেন। তিনি সম্প্রতি আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামে বসবাসকারী সদ্য তৃতীয় লিঙ্গে রূপান্তরিত রতনকে ডেকে নিয়ে নিজের কাছে রেখেছেন। এ সংবাদ শুনে গতকাল বিকেলে আলমডাঙ্গার কিছু তৃতীয় লিঙ্গের সদস্য রতনকে নিয়ে আসতে জোড়াদহে যান। এসময় বাগবিত-ার এক পর্যায়ে মওলা অরফে মালার নেতৃত্বে কিছু ব্যক্তি তাদেরকে বাটাম ও লাঠি দিয়ে বেদম পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা সন্ধ্যায় আলমডাঙ্গায় পাঠায়। বর্তমানে আহতদের শহরের ফাতেমা ক্লিনিকে চিকিৎসাধীন রাখা হয়েছে। তারা হলেন কান্তা, প্রিয়া, আঁখি ও হাসি। তাদের মধ্যে কান্তার এক চোখ নষ্ট হয়ে যেতে পারে বলে চিকিৎসকের প্রাথমিক ধারণা। তাছাড়া, প্রিয়ার মাথা ফেটে গেছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ