মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম ও লতিফুন্নেছা লতা। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মো. আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ১৩টি বিদ্যালয় অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার স্টল পরিদর্শন করেন। একই দিন দুপুরের দিকে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে সিনিয়র গ্রুপে মেহেরপুর সরকারি মহিলা কলেজ প্রথম ও সরকারি কলেজ দ্বিতীয় এবং জুনিয়র গ্রুপে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম ও জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় পুরস্কার লাভ করে।
এছাড়া এদিন বিকেলে মেলার বিভিন্ন স্টলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে সিনিয়র গ্রুপে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রথম, মেহেরপুর সরকারি কলেজ দ্বিতীয় ও মেহেরপুর ছহিউদ্দিন পৌর ডিগ্রি কলেজ তৃতীয় পুরস্কার পায়। জুনিয়র গ্রুপে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রথম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও কবি নজরুল শিক্ষা মঞ্জিল তৃতীয় পুরস্কার লাভ করে। এসব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম ও লতিফুন্নেছা লতা। বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, কৃষি অফিসার নাসরিন পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমুখ।