চুয়াডাঙ্গায় আরও একজনের করোনা শনাক্ত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। এ দিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫শ ৯৫ জন। গতকাল আরও ৫ জন সুস্থ হয়েছেন। এ দিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৫শ ১ জন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে গতকাল বৃহস্পতিবার ১৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ১৫ জনের নেগেটিভ হলেও পজিটিভ হয়েছে একজনের। নতুন শনাক্ত ব্যক্তি চুয়াডাঙ্গা জেলা শহরের শেখপাড়ার বাসিন্দা। গতকাল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ আরও ১৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তদের মধ্যে প্রাতিষ্ঠানিক তথা হাসপাতালে আইসোলেশনে ছিলেন ৯ জন, বাড়িতে আইসোলেশনে ছিলেন ৪৪ জন। শীতে নোভেল করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে পারে। এ আশঙ্কায় সকলকে সতর্কতার সাথে চলাচলের অনুরোধ জানিয়ে মাস্কপরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সংখ্যা বাড়ানো হয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রাস্তায় নেমে নিজ হাতে মাস্ক পরার জন্য সকলকে উদ্বুদ্ধ করছেন। মাস্ক পরা নারী-পুরুষদের হাতে যেমন ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন, তেমনই মাস্ক ছাড়া কাউকে পেলে তাকে জরিমানা করাসহ আগামীতে কঠোর শাস্তি দেয়া হবে বলেও জানিয়ে দেয়া হচ্ছে।