মেহেরপুর অফিস: মেহেরপুরের আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির উদ্যোগে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরি জয়লাভ করেছে। গতকাল সোমবার বিকেলে আমঝুপি মাঠে অনুষ্ঠিত খেলায় আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরি ৫-১ গোলে সদর উপজেলার সোনাপুর একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরি দলের পক্ষে সেলিম ও রিপন ২টি করে এবং আশিক একটি গোল করেন। সোনাপুর একাদশের পক্ষে রাকিব একটি গোল পরিশোধ করেন। খেলায় বিজয়ী দলের সেলিম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে সাবেক ক্রিকেটার মাসুদুল হাসান ম্যান অব দ্যা ম্যঠঢ় সেলিমের হাতে পুরস্কার তুলে দেন।
এছাড়া, আরও পড়ুনঃ